রাজৈরে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

- আপডেট সময় : ০৩:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

রাজৈরে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সুমনের স্ত্রীসহ মাদারীপুরের চার মাদক কারবারি আটক
মোঃ নাজমুল শেখ
মাদারীপুর থেকে।
মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কিসমদ্দি এলাকা থেকে ১৫০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের সুমনের স্ত্রী টুম্পা বেগম (৩০), নয়ানগর গ্রামের অনিক হাওলাদার (২২), বাজিতপুর গ্রামের নয়ন খালাসী (২০) এবং মাদারীপুর সদর উপজেলার কাঠেরপুল গ্রামের সজীব ঘরামী (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজিতপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি সুমনের নেতৃত্বে ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিল। সম্প্রতি তার বাড়ি সংলগ্ন কিসমদ্দি এলাকায় নৌকার মধ্যে মাদক কেনাবেচার গোপন তথ্য পেয়ে রাজৈর থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতা সুমন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার স্ত্রী টুম্পাসহ অপর তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স।”