লাঠিচার্জে ছত্রভঙ্গ বিএনপির মশাল মিছিল - সময়কাল

লাঠিচার্জে ছত্রভঙ্গ বিএনপির মশাল মিছিল


admin-abbas প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১১, ২০২১, ১০:২৬ অপরাহ্ণ / ২৪৭
লাঠিচার্জে ছত্রভঙ্গ বিএনপির মশাল মিছিল

সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীরউত্তম’ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির ডাকা মশাল মিছিল পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে গেছে। এতে বেশ কয়েকজন আহত এবং চারজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে দলটি।মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ অংশ নেন।

মিছিলে অংশ নেয়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ঢাকা টাইমসকে বলেন, ‘বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টন মোড় থেকে বিজয় নগরের দিকে অগ্রসর হলে পুলিশ এই লাঠিচার্জ করে।’ তিনি বলেন, ‘মশাল মিছিল কিছুদূর যাওয়ার পর পুলিশ হঠাৎ মিছিলে হামলা করে। এতে কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।’

নিপুণ রায় জানান, পুলিশের লাঠিপেটায় মশাল মিছিলে অংশ নেয়া নেতাদের মধ্যে কেরানীগঞ্জ উপজেলা যুবদলের আতিকুর রহমান মানিক, সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট শাহীন, ছাত্রদল মাসুদুর রহমান, ওমর ফারুক কাউসারসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ এ সময় যুবদল নেতা শরীফসহ চারজনকে আটক করেছে বলে দাবি করেন নিপুণ রায়।

ব্রেকিং নিউজ