সম্প্রতি রাজবন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টি দেশের সংকট নিরসনে সমঝোতা প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছে লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিল।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর।
কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, সমঝোতা প্রক্রিয়ার অংশ হিসেবে বেশ কয়েকজন রাজবন্দি যারা ইতোমধ্যে তাদের সাজা শেষ করেছেন এবং যাদের এখনও দোষী সাব্যস্ত করা হয়নি তাদের মুক্তি দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় সমঝোতা অর্জনে কাজ করে যাবে কাউন্সিল এবং যারা এখনও দোষী সাব্যস্ত হননি তাদের মুক্তির বিষয়ে সমন্বয় করবে।
এর আগে রোববার গাদ্দাফিপুত্র আল-সাদি গাদ্দাফি জেল থেকে ছাড়া পান।
সাদির মুক্তির বিষয় উল্লেখ করে টুইটারে দেশটির প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দাবিবাহ টুইটারে লেখেন, আমরা সমঝোতা ছাড়া সামনে এগোতে পারব না।
দীর্ঘ ১০ বছর ধরে লিবিয়ায় বিশৃঙ্খলা, বিভক্তি এবং সহিংসতা অব্যাহত রয়েছে। শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় মার্চে দেশটিতে জাতীয় ঐক্য সরকার স্থাপিত হয়। এই সরকারের অধীনে ডিসেম্বরে দেশটিতে নির্বাচন আয়োজনের কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :