মাগুরার শ্রীপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত বাসস্টান্ড উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শ্রীপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের বিপরীত পাশে কুমার নদের তীরে এ বাসস্টান্ডের উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, জেলা যুবলীগের আহবায়ক ফজলুুর রহমান ফজলু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বাসস্টান্ডের ফলক উন্মোচন করেন।
আপনার মতামত লিখুন :