সাংবাদিক নাজমুল সানি স্বাধীনতা দিবস উপলক্ষে বই উপহার পেলেন। - সময়কাল

সাংবাদিক নাজমুল সানি স্বাধীনতা দিবস উপলক্ষে বই উপহার পেলেন।


admin-abbas প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২২, ১১:৫৫ অপরাহ্ণ / ১৮
সাংবাদিক নাজমুল সানি স্বাধীনতা দিবস উপলক্ষে বই উপহার পেলেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রন্থদ্বীপের ব্যতিক্রম আয়োজন গ্রন্থদ্বীপের ওপেন কুইজ প্রতিযোগিতায় বই উপহার পেয়ে আনন্দ দিত সাংবাদিক নাজমুল সানি

স্বাধীনতা দিবস উপলক্ষে বইয়ের বিনিময়ে বই অনুষ্ঠানে। “ওপেন কুইজ” প্রতিযোগিতায় অংশগ্রহন করে দ্বিতীয় স্থান অর্জন করে অমূল্য সম্পদ “বই ” উপহার হিসেবে পেলেন সাংবাদিক নাজমুল সানি বলেন বই অমূল্য সম্পদ বই পড়ে জ্ঞান অর্জন ও ইতিহাস সম্পর্কে জানা বর্তমান প্রজন্মের জন্য খুবই জরুরী আসুন আমরা সবাই বেশি বেশি বই পড়ি।

ব্রেকিং নিউজ