সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশাচালককে হত্যা - সময়কাল

সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশাচালককে হত্যা


admin-abbas প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২২, ২:৩৬ অপরাহ্ণ /
সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশাচালককে হত্যা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে আনোয়ার হোসেন আনু (৫০) নামে এক চালককে হত্যার পর অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। আনোয়ার ওই গ্রামের মৃত হারেছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে অটোরিকশা নিয়ে বাড়িতে আসেন আনোয়ার। বাড়ি থেকে ৫শ’ গজ দূরে টিনের ঘরে অটোরিকশা রেখে সেখানেই একা ঘুমিয়ে পড়েন। সকালে স্থানীয়রা ঘরটি খোলা দেখতে পান। সেখানে গিয়ে আনোয়ারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর পরিবারের লোকদের খবর দেয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে আনোয়ারের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা নিয়ে গেছে।

শ্রীপুর থানার চকপাড়া পুলিশ কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাফর মোল্লা জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, অটোরিকশা চুরি দেখে ফেলায় তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই ও পুলিশ সদস্যরা।

 

ব্রেকিং নিউজ