সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২।
শনিবার (৫ মার্চ) দুপুরে সলঙ্গা থানার চড়িয়া শিকার গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত আসামি সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া শিকার মধ্যপাড়া গ্রামের মৃত সমের আলীর ছেলে আলতাফ হোসেন (৪০)।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার এ তথ্য নিশ্চিত করে জানান, এ মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে ইয়াবাসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :