সিরাজগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার - সময়কাল

সিরাজগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার


admin-abbas প্রকাশের সময় : মার্চ ১০, ২০২২, ৪:৪৩ অপরাহ্ণ / ১২
সিরাজগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

সিরাজগঞ্জে এক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হাইওয়ে রেস্টুরেন্টর সামনে থেকে ওই কারবারিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোয়াল গ্রামের মোজাম্মেল হকের ছেলে হেলাল হোসেন (৫২) ও আব্দুল মজিদের ছেলে সোবাহান (২২)। এ সময় ১৩৬ গ্রাম হেরোইন ও ২৯ পিস ইয়াবাসহ নগদ ৪৭ হাজার টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ তারা মাদক ক্রয়-বিক্রয় করছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ব্রেকিং নিউজ