সিরিজ শুরুর আগেই বিশ্বকাপের দল চেয়েছিলেন ডোমিঙ্গো - সময়কাল

সিরিজ শুরুর আগেই বিশ্বকাপের দল চেয়েছিলেন ডোমিঙ্গো


admin-abbas প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২১, ১:৪২ পূর্বাহ্ণ / ৯২
সিরিজ শুরুর আগেই বিশ্বকাপের দল চেয়েছিলেন ডোমিঙ্গো

যদিও ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব কষলে এখনও ৬ সপ্তাহের বেশি সময় আছে। তবে টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো মনে করেন, এখনই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা উচিত বাংলাদেশের।

কোচ নাকি চেয়েছিলেন, নিউজিল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপ দল চূড়ান্ত করে ফেলতে। কিন্তু তা হয়নি। কী আর করার! কিউইদের বিপক্ষে সিরিজটা শেষ হওয়ার আগেই যেন দলটা দেয়া হয়, এখন সেই পরামর্শ ডোমিঙ্গোর।

টাইগার হেড কোচ বলেন, ‘আমার মনে হয়, নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার দুই-একদিন আগে দলটা দেয়া উচিত। দলে কে থাকবে, সেই ধারণা নিশ্চয়ই আমাদের আছে। যদি নিউজিল্যান্ড সিরিজের আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা যেতো, তবে সবচেয়ে ভালো হতো। তাহলে খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে থাকতো। তারা মাঠে নেমে এই ভয়ে থাকতো না, যে বিশ্বকাপের দল নির্বাচন সামনে। তবে আমার মনে হয় না, সেটা করা সম্ভব হবে।’

দল যখন দেয়া যায়নি। এখন বিশ্বকাপের আগে এই সিরিজটাকে আস্থা ফেরানোর সিরিজ হিসেবেই দেখতে চান ডোমিঙ্গো। তার ভাষায়, ‘আমরা ঘরের মাঠে খেলতে নামব। তাই বিশ্বকাপের আগে আমরা নিজেদের আস্থা বাড়াতে সর্বাত্মক চেষ্টাই করব।’

ব্রেকিং নিউজ