২৪ মে ২০২২, বিকাল ৩টায় সিলেট প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃত্বে সিলেটের বন্যাকবলিত এলাকায় দূর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণ ও পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।