সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬৭ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ।
- আপডেট সময় : ০৯:৫৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬৭ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৬৬,৯৫,৭৩৫/- টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হইয়াছে।
সুলতানপুর ৬০ বিজিবি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল ও শশীদল বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার সীমান্ত হতে কসবা ও মাদলা বিওপি কর্তৃক ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ এর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬,৯৫,৭৩৫/- (ছেষট্টি লক্ষ পঁচানব্বই হাজার সাতশত পঁয়ত্রিশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। চিনি ৯৯০ কেজি, বাঁজি ৪৬,৭১৩ পিস, বাসমতি চাউল ১,৭৭৮ কেজি, থ্রী-পিস ১৭ পিস, আমলা তৈল ১৭২ পিস, ফ্যাশন ব্লেচ ক্রিম ৩৮৯ পিস , বডি লোশন ৭৫ পিস, কলগেট পেষ্ট ১২৬ পিস, শাড়ী ২৯৭ পিস, গরু ০২ টি , চকলেট ৫,৪৪৩ পিস , চুলের তৈল ৫১৬ পিস , ফেন্সিডিল ৪০ বোতল , গাঁজা ০৬ কেজি।
এছাড়াও অন্যান্য ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা এবং মাদকদ্রব্যসমূহ সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হইয়াছে।
সীমান্তে বিজিবির নিয়মিত অভিযান চলমান আছে।