পটুয়াখালীর বাউফল উপজেলা সদর ইউনিয়নের পূর্ব বিলবিলাস গ্রামের বিলার খান বাড়ি সংলগ্ন সেতুটি পারাপারের ক্ষেত্রে সাঁকোর সংযোগ দেয়া হয়েছে। বুধবার হঠাৎ সেতুটির একপাশের অ্যাপ্রোচ সড়ক ভেঙে যাওয়ায় ওই গ্রামের সংগে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় কৃষক আবুল হোসেন ও জিন্নাত খান বলেন, দীর্ঘদিন ধরেই সেতুটি নড়বড়ে ছিল। প্রতিনিয়ত সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ওই সেতু পারাপার হয়েছেন। বুধবার হঠাৎ করেই সেতুটির পূর্ব পাশের অ্যাপ্রোচ সড়ক ভেঙে যায়। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাধ্য হয়েই গ্রামবাসী সেতুটি পারাপারের ক্ষেত্রে বাঁশের সাঁকো দিয়ে সংযোগ স্থাপন করেন। বর্তমানে ওই সাঁকো ব্যবহার করে এলাকাবাসী পারাপার হচ্ছেন।
আয়শা আক্তার নামের এক গৃহবধূ বলেন, সেতুটির কাছেই পূর্ব বিলবিলাস, পশ্চিম নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয় ও বিলবিলাস-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বর্তমানে করোনার কারণে বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে দ্রুত সেতুটি চলাচল উপযোগী করা না গেলে বিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের ভোগান্তি হবে।
বাউফল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন খান বলেন, সেতুর অ্যাপ্রোচ ভেঙে যাওয়ায় এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছেন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, দ্রুত সেতুটি মেরামতের উদ্যোগ নেয়া হবে।
আপনার মতামত লিখুন :