স্বর্ণ পদক প্রাপ্ত বীর মুক্তি যোদ্ধা ডঃ আকরামুজ্জামান হাওলাদার এর ফকির বাড়ি আওয়ামীলীগ মননীত নৌকা মার্কার পথসভা - সময়কাল

স্বর্ণ পদক প্রাপ্ত বীর মুক্তি যোদ্ধা ডঃ আকরামুজ্জামান হাওলাদার এর ফকির বাড়ি আওয়ামীলীগ মননীত নৌকা মার্কার পথসভা


admin-abbas প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২১, ৩:২০ পূর্বাহ্ণ / ৫৪
স্বর্ণ পদক প্রাপ্ত বীর মুক্তি যোদ্ধা ডঃ আকরামুজ্জামান হাওলাদার এর ফকির বাড়ি আওয়ামীলীগ মননীত নৌকা মার্কার পথসভা

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে,উক্ত ইউনিয়ন পরিষদের বাংলাদেশ আওয়ামীলীগ মননীত নৌকা মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী ১৯৭১ সালের বীরমুক্তি যোদ্ধা বাগেরহাট জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান স্বর্ণ পদক প্রাপ্ত বীর মুক্তি যোদ্ধা ডঃ আকরামুজ্জামান হাওলাদার এর ফকির বাড়ি পথসভা

পথসভায় বক্তৃতা দেন,হেমায়েত উদ্দিন হাওলাদার,আবু তাহের মোল্লা,নেছার উদ্দিন ইউপি সদস্য ২নং ওয়ার্ড়,মাষ্টার আল আমিন,সাবেক ছাত্রলীগ নেতা শাহিন হোসেন দুলাল,মোস্তফা শেখ,রফিকুল ইসলাম,ওমর ফারুক,১০নং হোগলাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাভাপতি মোঃ মোখলেচুর রহমান,

এসময় তারা নৌকার পক্ষে স্লোগান দিয়ে, নৌকার পক্ষে ভোট ও দোয়া চেয়েছে গত নির্বাচনে ডঃ আকরামুজ্জামান হাওলাদার বিজয় লাভ করে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত চেয়ারম্যানি দায়িত্ব পালন করে,তিনি দায়িত্ব পালন কালে ১০নং হোগলাবুনিয়া ব্যাপক ভাবে উন্নায়ন হয়েছে বলে ধারনা ইউনিয়নের জনগণের এই উন্নায়ন ধারাবাহিকতা রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান করে নৌকা মার্কার সমর্থকরা,

এছাড়াও বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ লিয়াকত আলী খান,ও মোড়েলগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃতৈয়বুর রহমান সেলিম সহ ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
সভা পরিচালনা করেন মোঃ কামরুজ্জামান মিঠু

১০নং হোগলাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ডঃ আকরামুজ্জামান হাওলাদার বলেন,আমি ২০১৬সালে নির্বাচন যখন করি তখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস মার্কা নিয়ে আপনাদের ভোটে বিজয় অর্জন করি,বিজয় অর্জনের পর যখন দায়িত্ব নিয় তখন থেকে এপর্যন্ত বিপুল পরিমাণ ইউনিয়নে এবং আপনাদের জন্য উন্নায়নের কাজ করেছি,ছোলোম বাড়িয়া হতে ঘোষের হাট পর্যন্ত রাস্তা কাজ শুরু করেছি,নাগের হাট থেকে লক্ষনের হাট পর্যন্ত তিনটি কালবোট একটি ব্রিজ করেছি,ফকির বাড়ির,কালিকা বাড়ি, হোগলাবুনিয়া ব্যাপক ভাবে উন্নায়ন হয়েছে,মাদক নিয়ান্ত্রণ করেছি,ইউনিয়নে শতভাগ বিদুৎ উন্নায়নের কাজ করেছি,চাঁদা বাজি বন্ধো করেছি এবং ইউনিয়নে অন্যন্য জায়গায় আরো উন্নায়ন এর কাজ করেছি তিনি আরো বলেন আমি দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়নের মানুষ শান্তিতে বসবাস করছে,জনগণের উদ্দেশ্য বলেন গত নির্বাচনে আপনারা ভোট দিছেন বিজয় অর্জন করেছি ইউনিয়ে উন্নায়ন এর কাজ হয়েছে আবারও যদি আপনারা ভোট দিয়ে জয় যুক্ত করেন ইউনিয়নকে একটি উন্নত মডেল তৈরি করবো ইনশাল্লাহ,

ব্রেকিং নিউজ