স্বামীর হাতে স্ত্রী খুন - সময়কাল

স্বামীর হাতে স্ত্রী খুন


admin-abbas প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২১, ৯:০৭ অপরাহ্ণ / ৯৪
স্বামীর হাতে স্ত্রী খুন

পিরোজপুরের সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী তাহমিনা বেগমকে নিজ হাতে কুপিয়ে হত্যা করেছে স্বামী সত্তার শেখ। ঘাতক স্বামী আব্দুস সত্তার শেখ (৫০) শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত জোনাব আলী শেখের পুত্র।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে শুক্রবার (২২ অক্টোবর) গভীর রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সত্তারকে আটক করেছে পুলিশ।

তাহমিনার ছেলে রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, তার বাবা স্থানীয় বিভিন্ন এনজিও ও ব্যক্তিদের কাছ থেকে মায়ের নামে প্রায় ৫-৬ লাখ টাকা সুদে ঋণ নিয়েছিল। এই ঋণ পরিশোধ নিয়ে বাবা-মায়ের মধ্যে প্রায়ই কলহ হতো। এ নিয়ে মাকে মারধরও করত বাবা। বৃহস্পতিবার আমাদের একটি অটোরিকশা বাবা বিক্রি করার জন্য নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তা ফিরিয়ে আনে। এ ঘটনায় বাবা সন্ধ্যা থেকেই মাকে বিভিন্ন হুমকি দিচ্ছিল বলে মা আমাদের জানিয়েছে।

রবিউল আরও বলেন, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত মায়ের সঙ্গে কথা বলে তিনি পাশের ঘরে ঘুমাতে যান। পরে সকালে তার বোন সনিয়া মায়ের ঘরে গিয়ে মাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ মিলছিল না। পরে মায়ের ঘরের সামনে গিয়ে তালাবদ্ধ দেখতে পায় তারা। ঘটনাটি পরিবারের সদস্য ও স্থানীয়দের জানানো হলে ঘরের তালা খুলে বিছানার উপর মায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা।

শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান চাঁন জানান, এনজিও ঋণ পরিশোধ নিয়ে বিভিন্ন সময় সত্তারের পরিবারের মধ্যে বিরোধ হতো। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান জানান, তাহমিনার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ব্রেকিং নিউজ