হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ - সময়কাল

হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ


admin-abbas প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২১, ৮:৪০ অপরাহ্ণ / ৬৪
হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ

বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড হরিনাফুলিয়ার পূর্ব শত্রুতার জের ধরে   মৃত সফিজ উদ্দীনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন ও তার ছেলে তসলিম হাওলাদারের উপর  হত্যার উদ্দেশ্যে হামলার করা হয়েছে বলে  অভিযোগ  উঠেছে একই গ্রামের ইসাহাক মোল্লার ছেলে সুরুজ  সবুজ ও মেয়ে ঝুমুর এবং ইসাহাক  মোল্লা তার স্ত্রী মেরি আক্তারসহ অজ্ঞাত আরও ৫জনের উপর সরজমিনে গিয়ে জানা যায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মাঝে মাঝে ঝগড়াঝাঁটি হত ঐদিন  বেলা বারোটা থেকে ১২. ৩০ সময়ের মধ্যে আগে থেকে উৎপেতে থাকা এছাক মোল্লা ও তার ছেলেরা দেলোয়ার হোসেনের উপর হামলা করে বাবার চিৎকার শুনে ছেলে তসলিম দৌড়ে  আসলে তার উপরেও লাঠিসোটা নিয়ে হামলা চালায় তাদের ডাকচিৎকার আশেপাশের লোক চলে আসলে সুরুজ সবুজ ঝুমুর এছাক মোল্লা তড়িঘড়ি করে পালিয়ে যায় আহত দেলোয়ার হোসেন ও ছেলের তসলিমকে স্থানীয়রা চিকিৎসার জন্য শেরেবাংলা হাসপাতালে ভর্তি করেন হাসপাতালে গিয়ে দেখা যায় আহত দেলোয়ার হোসেনের বিভিন্ন জায়গায় বেন্ডিস জানতে চাইলে তার আত্মীয়স্বজন জানায় তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়েছে  ছেলে তসলিমের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এ বিষয়ে জানতে চাইলে আরো বলেন বলেন মামলার জন্য প্রস্তুতি চলছে।

ব্রেকিং নিউজ