হত্যা মামলার আসামি ধরতে গিয়ে স্বজনদের হামলার শিকার - সময়কাল

হত্যা মামলার আসামি ধরতে গিয়ে স্বজনদের হামলার শিকার


admin-abbas প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২২, ২:৩২ অপরাহ্ণ /
হত্যা মামলার আসামি ধরতে গিয়ে স্বজনদের হামলার শিকার

মাদারীপুরের কালকিনিতে হত্যা মামলার আসামির স্বজনদের হামলায় পুলিশের এক এসআই আহত হয়েছেন। রবিবার (১০ এপ্রিল) রাতে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা পলাশ কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন।

স্থানীয়দের বরাত দিয়ে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ওই এলাকার আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু বেপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যান খাসেরহাট তদন্ত কেন্দ্রের এসআই পলাশ কুমার দাস ও অন্য পুলিশ সদস্যরা। এ সময় আসামির স্বজনরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আসামির ছেলের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে পলাশকে আঘাত করা হয়।

পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে অন্যদের উদ্ধার করে। এ সময় আসামি লাট্টু বেপারী পালিয়ে যায়।এদিকে আহত এসআই পলাশকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

 

ব্রেকিং নিউজ