১১ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার - সময়কাল

১১ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার


admin-abbas প্রকাশের সময় : মে ১৭, ২০২২, ১০:৩০ অপরাহ্ণ /
১১ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার

বরিশালে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে শহরের বৌদ্যপাড়াস্থ সিঅ্যান্ডবি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই অভিযানে নেতৃত্বে দেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/অপারেশন) বিপ্লব মিস্ত্রি।
গ্রেপ্তার যুবকদ্বয় হচ্ছেন- পটুয়াখালীর দুমকি উপজেলার সাতানা গ্রামের আব্দুল বারেক জোমাদ্দারের ছেলে সোহেল জোমাদ্দার (৩৬) এবং আবুয়াল শরীফের ছেলে মো. সাইদুল শরীফ (৩০)
অভিযানে অংশ নেওয়া অপর পুলিশ কর্মকর্তা এএসআই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যাগভর্তি ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা পরবর্তী তাদের আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠিয়ে দেন।’

ব্রেকিং নিউজ