মিঠুন পাল, (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ২১০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪৯২টি উপজেলায় ৩২ হাজার ৯০৪টি গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় গলাচিপা উপজেলা প্রশাসন অফিসার্স ক্লাবে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সাথে যুক্ত হয়।
ভাচুর্য়াল সভা শেষে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি এসএম শাহজাদা। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির প্রমুখ।
আপনার মতামত লিখুন :