৪৬টি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা ভোক্তা অধিদফতরের - সময়কাল

৪৬টি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা ভোক্তা অধিদফতরের


admin-abbas প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২১, ৩:২২ পূর্বাহ্ণ / ৯১
৪৬টি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা ভোক্তা অধিদফতরের

মহামারিকালে এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে দেশব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও স্থিতিশীল রাখতে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করে অধিদফতরের অভিযান পরিচালনাকারী টিম।

এ সময় ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৪৬টি প্রতিষ্ঠানকে দুই লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (১২ জুলাই) দিনব্যাপী অভিযানে এসব জরিমানা আদায় করা হয়।

এদিন ঢাকা মহানগরীর বিভিন্ন বাজার ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।

এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকিকালে মসলা, ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, আদা, চিনি, কাঁচা সবজি, ওষুধ, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি-না তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল মাস্ক -স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৪৬টি প্রতিষ্ঠানকে দুই লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও ঢাকাসহ সারাদেশে টিসিবি কর্তৃক সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়।

অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্য রাখার জন্য সকল ব্যবসায়ীদের আহ্বান জানান। এছাড়া বাজারে স্বাস্থ্যবিধি পালনের জন্য ভোক্তা-ব্যবসায়ীদের আহ্বান জানান।

ব্রেকিং নিউজ