৬ হাজার পিস ইয়াবাসহ আটক ৫ - সময়কাল

৬ হাজার পিস ইয়াবাসহ আটক ৫


admin-abbas প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২১, ৮:৪৪ পূর্বাহ্ণ / ৩২
৬ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ হাজার ৪শ পিস ইয়াবাসহ ৫ পাচারকারীকে আটক করেছে।

বুধবার (১৭নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ইউপির বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পার্শ্বে বিভিন্ন যানবাহনে তল্লাাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬ হাজার ৪শ পিস ইয়াবা।

আটককৃতরা হলেন, কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার খারাল্লা এলাকার আজিম উল্লাহর পুত্র মো. রাজিব (২৬), বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র রফিক আহমদ (৫২), কক্সবাজার জেলার নয়া পাড়া এলাকার আব্দুল গফুরের পুত্র সরওয়ার কামাল (২০), একই জেলার ঈদগাও এলাকার আবুল ফয়েজের পুত্র ওবাইদুল হক (১৮) ও একই এলাকার আবুল খায়েরের পুত্র সাকিব উদ্দিন হৃদয় (১৮)।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, বুধবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আদালতে সোপর্দ করা হয়।

ব্রেকিং নিউজ