কালকিনি উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি লাল মিয়া জমাদ্দার-সাধারণ সম্পাদক সাইমুল হাসান হায়দার
- আপডেট সময় : ০৪:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ২০০ বার পড়া হয়েছে

কালকিনি উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
সভাপতি লাল মিয়া জমাদ্দার-সাধারণ সম্পাদক সাইমুল হাসান হায়দার
মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ শিক্ষক সমিতি কালকিনি উপজেলা শাখা ত্রি-বার্ষিক সম্মেলন পাইলট গার্লস’ হাই স্কুল অ্যান্ড কলেজ হলরুমে শনিবার (২৯ নভেম্বর)দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাশিস মাদারীপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আকমান হোসেন পিকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
প্রধান শিক্ষক ক্রোকিরচর উচ্চ বিদ্যালয় ও সভাপতি বাশিস কালকিনি উপজেলা শাখার সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন,
বাবু হরিপদ দাস (অব.), প্রধান শিক্ষক কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় (অব:) বাবু হরিপদ দাস,
কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির সাবেক প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন
কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক মোঃ মনির হোসেন,
এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাশিস কালকিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও (অব.) কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস।
সম্মেলনে ত্রি-বার্ষিক নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি
কয়ারিয়া ঈদগাহ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ লাল মিয়া জমাদ্দার।
সহ-সভাপতি: সুরেশ চন্দ্র গাইন,
সাধারণ সম্পাদক: মো. সাইমুল হাসান (হায়দার),
সাংগঠনিক সম্পাদক: মো. আতাউর রহমান,
কোষাধ্যক্ষ: মো. দেলোয়ার হোসেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক শিক্ষক সমাজের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।










