গণতন্ত্রের ‘বাতিঘর’ হারিয়ে শোকস্তব্ধ চরফ্যাশনে চলছে কোরআন খতম ও দোয়া।।
- আপডেট সময় : ০৩:২৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

গণতন্ত্রের ‘বাতিঘর’ হারিয়ে শোকস্তব্ধ চরফ্যাশনে চলছে কোরআন খতম ও দোয়া।।
গণতন্ত্রের আপসহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপি। মঙ্গলবার সকালে তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। প্রিয় নেত্রীকে হারিয়ে চরফ্যাশন উপজেলা বিএনপি কার্যালয়ে এক হৃদয়বিদারক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, দেশনেত্রীর মৃত্যুতে চরফ্যাশন বিএনপি ৭ দিনের বিশেষ শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই উপজেলা বিএনপি কার্যালয়ে বিরামহীন কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন চলতে দেখা যায়।
শোক প্রকাশ করতে চরফ্যাশন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের সদস্যরা দলীয় কার্যালয়ে উপস্থিত হন। এ সময় নেতারা আবেগজড়িত কণ্ঠে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে আজীবন সংগ্রামী এক আপসহীন নেত্রী। জেল-জুলুম, নিপীড়ন, মিথ্যা মামলা ও দীর্ঘদিনের শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে তিনি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার প্রতীক হয়ে আমৃত্যু লড়াই চালিয়ে গেছেন।”
এ সময় চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী বলেন, “বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন প্রতিবাদের সাহস ও আপসহীনতার মূর্ত প্রতীক। তিনি ছিলেন আমাদের গণতন্ত্রের বাতিঘর। তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রাম যুগের পর যুগ মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর এই প্রস্থান দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”














