গলাচিপায় ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে জোরদার ও ভূমিদস্যুরা
- আপডেট সময় : ০৯:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

গলাচিপায় ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে জোরদার ও ভূমিদস্যুরা
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর চর বিশ্বাস এলাকায়, স্থানীয় ভূমিহীনদের সরকারের দেয়া বন্দোবস্ত জমির ধান জোর দখল করে কেটে নিয়েছে ভূমিদস্যুরা। অভিযোগ উঠেছে স্থানীয় জোরদার ও ভূমিদস্যু মোঃ হাফেজ খা, মোঃ খালেক ফকির ও বহিরাগত সহ আরো অনেকে মিলে স্থানীয় ভূমিহীনদের কষ্টের লাগানো ফসল জোরপূর্বক কেটে নিয়েছে। স্থানীয় ভূমিহীন আনিস খা, আলেয়া বেগম, কোহিনূর বেগম,জসিম উদ্দিন সহ আরো অনেকে বলেন ভূমিদস্যুরা আইনকে অমান্য করে জোরপূর্বক জমি ধান কেটে নিয়েছে। এই জমি নিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হলে আদালত ১৪৪- ১৪৫ ধারায় জমির দায়িত্ব উপজেলা কৃষি অফিসকে রিসিভার হিসেবে নিয়োগ প্রদান করে। কিন্তু ভূমিদস্যুরা তা অমান্য করে জোরপূর্বক জমি ধান কাঁচা থাকা অবস্থায় কেটে নিয়ে যায়। স্থানীয়দের দাবি প্রকৃত ভূমিহীন যারা আছেন তারা যেন এই খাস জমি পায়। মোঃ জসিম উদ্দিন বলেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কিছু লোক জোর করে খেয়েছে এখন আবার অন্যরা করছে। ১৯৭৭-৭৮ সালে অন্য উপজেলার প্রভাবশালী ও চাকুরীজীবী লোক সরকারের ১ নং খাস জমিতে ২.৫ একর করে বন্দোবস্ত নেয়। যা পরবর্তীতে সরকার বন্ধ করে দেয় পরে ২০০৪-৫ সালে ১.৫ একর নতুন করে ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেয় বলে জানান ভুক্তভোগী পরিবার। তিনি আরো বলেন তারা প্রভাবশালী হওয়ার উপজেলা ভূমি অফিসার এর সই জাল করে ২০২৪ সালে কিছু কাগজ রেজিষ্ট্রি করেছে তহসিলদার এর প্রতিবেদন ছাড়া। তারা সরকার বাহাদুর এর কাছে এই জাল জালিয়াতি সঠিক তদন্ত করে বিচারের দাবী জানান। এছাড়া প্রকৃত ভূমিহীন যারা আছেন তারা যেন এই খাস জমি বন্দোবস্ত পায় তার আহব্বান জানান। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন আমারা এখনো কোন অভিযোগ পায়নি যদি অভিযোগ আসে তাহলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












