ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু’র জন্মদিন পালিত।
- আপডেট সময় : ১০:২৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু’র জন্মদিন পালিত।
অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু’র জন্মদিন পালিত হয়েছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬ইং) রাতে রাজধানীর পুরান ঢাকায় তার নিজস্ব অফিস কার্যালয়ে ঢাকা প্রেস ক্লাবের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এই আনন্দ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটার মাধ্যমে মূল উদযাপনের সূচনা হয়। এ সময় উপস্থিত সকলে তাকে শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে ঢাকা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। জন্মদিন উপলক্ষে ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু বলেন, সবাইকে পাশে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সবার ভালোবাসা ও দোয়াই আমার জীবনের বড় পাওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি এবং ঢাকা প্রেস ক্লাবের সকল সদস্যদের সফলতা কামনা করি।
জন্মদিন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা এডভোকেট শফিকুল ইসলাম কাজল, ঢাকা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান, অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ বাবলুর রহমান, প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম আকন, সদস্য এম এ গনি, মোঃ সবুজ মুন্সি, সাইদুল ইসলাম সামি, অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৈশভোজের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।










