শ্যামলীতে সিতোরিউ শিকোকাই কারাতে এসোসিয়েশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৬:০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

শ্যামলীতে সিতোরিউ শিকোকাই কারাতে এসোসিয়েশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
সোমবার (১লা ডিসেম্বর) বিকেলে ঢাকা শের এ বাংলা নগর উত্তর শ্যামলী আসানো রহমান টাওয়ার এর নিচ তলায় বাংলাদেশ সিতোরিউ শিকোকাই কারাতে এসোসিয়েশনের নিজস্ব অফিসে এসোসিয়েশন এর সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও এসোসিয়েশন এর আহ্বায়ক ড. মোঃ রফিকুল ইসলাম নিউটন, পি.এইচ.ডি এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সিতোরিউ শিকোকাই কারাতে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট থেকে নমিনেশন প্রত্যাশী মেজর অবঃ মোঃ মোস্তফা কামাল।
এ সময় তিনি বলেন, কারাতে হল খালি হাতে একধরনের ‘মার্শাল আর্ট” বা মল্লযুদ্ধ – যে মল্লযুদ্ধের উদ্ভবের পিছনে একজন ভারতীয় বৌদ্ধ ভিক্ষুর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে …বিংশ শতাব্দীর মাঝামাঝি কারাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং এর বিচিত্র কলাকৌশলের কারণেই অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠে।
বোধিধর্ম ছিলেন খ্রিস্টীয় ৫ম শতকের একজন ভারতীয় বৌদ্ধ ভিক্ষু। মাঝে-মাঝে আমি ভাবি বোধিধর্ম বাঙালি ছিলেন কি না? কেননা ঐ সময়ে প্রাচীন বাংলায় বৌদ্ধধর্মের জয়জয়াকার। ৭ম শতকের চর্যাপদের কথা তো জানি। সম্ভবত বোধিধর্ম ছিলেন সেই চর্যাপদের রচয়িতাদের পূর্বসূরি। বোধিধর্ম চিনে গিয়েছিলেন এবং ইনিই বিশ্বের এক পরিশীলিত দর্শন-জেন বৌদ্ধদর্শনের জনক। পশ্চিমে ভারতবর্ষ, উত্তরে চিন এবং পুর্বে জাপান। কারাতের উদ্ভব ও বিকাশ স্থল।
আজকাল যে হারে মেয়েরা বখাটেদের আক্রমনের শিকার হচ্ছে …মেয়েরা এখন কারাতে শিখলে নিজেদের সেইভ রাখতে পারবে। যেমন আজকে নিউটন সাহেবের মাধ্যমে রুমি আক্তার মুন্নি বিভিন্ন দেশে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছেন এটা আমাদের জন্য গৌরব। আমি আশা করবো অন্যান্য নারীরা ও মুন্নির মতো এই ভাবে এগিয়ে যাবে। এ সময় তিনি মাদার অব ডেমোক্রেসি মাননীয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মোঃ মুজাহিদ আলম খানঁ (বাবু), নির্বাহী সদস্য মোঃ সামছুউদ্দিন রাজু, সাংবাদিক এম নজরুল ইসলাম, সাংবাদিক শরিফুল ইসলাম আকন, সদস্য মোঃ মেহেদী হাসান, মোঃ সেলিম, মোঃ নাহিদ, মোঃ তাজ উদ্দিন, রুমি আক্তার মুন্নি, মোঃ তুহিন, এইচ এম নুরুদ্দীন চৌধুরী রানা, মোঃ ফরহাদ, মোঃ স্বপন, ডেভিত গোমেজ, মোঃ নাহিদসহ অন্যান্য সদস্যবৃন্দ।










