বাংলাদেশ প্রেসক্লাব বরিশাল বিভাগীয় কমিটির উন্নায়ন সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
গতকাল সোমবার বাংলাদেশ প্রসেক্লাব বরিশাল বিভাগীয় উন্নায়ন সভা অনুষ্ঠিত হয়েছে সাগর কন্যা কুয়াকাটায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানঁ। বরিশাল বিভাগীয় উন্নায়ন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নওরোজ হিরা, আহবায়ক বরিশাল বিভাগ,সাংবাদিক আল আমিন প্রিন্স সদস্য সচিব বরিশাল বিভাগ, সাংবাদিক মোহাম্মদ জুয়েল, মাদারিপুর জেলার সভাপতি সাংবাদিক দুর্জয় আব্বাস, পিরোজপুর জেলার সভাপতি এস এম সরোয়ার হোসেন, সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু, সাংবাদিক রাসেল বিশ্বাস, সাংবাদিক পারভেজ দুলাল, সাংবাদিক নাছরিন আক্তার, সাংবাদিক আরিফ বিল্লাহসহ বরিশাল বিভাগের সকল জেলা এবং উপজেলার সাংবাদিকবৃন্দ। সভায় সকল সাংবাদিকবৃন্দ তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য দেন ।
উন্নায়ন সভায় প্রধান অতিথি বলেন, সারা বাংলাদেশের এমন কোন জেলা কিংবা উপজেলা নেই যেখানে বাংলাদেশ প্রেসক্লাব নেই। আমরা শুধু বাংলাদেশ প্রেসক্লবের সদস্য নিয়েই ভাবিনা, সারা দেশের সাংবাদিকদের নিয়েই চিন্তা করি। সাংবাদিকদের ন্যয্য অধিকার আদায়ের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য ভর্তি ফি নেই, মাসিক চাদাঁ নেই, অফিস ভাড়া নেই তাই সাংবাদিকরা সচ্ছ ভাবে কাজ করতে পারেন। তিনি আরো বলেন, বরিশাল বিভাগের সাবেক কমিটি বহাল থাকবে, আগামী পনের ডিসেম্বরের মধ্যে সম্মেলন না হওয়া বরিশাল বিভাগের জেলা গুলোর সম্মেলন বাস্তবায়ন করতে হবে। বরিশাল বিভাগীয় কমিটির উদ্যোগে নিকট ভবিষ্যতে বিভাগীয় পিকনিক বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠিনে সভাপতিত্ব করেন সাংবাদিক জহিরুল ইসলাম, সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা।







