ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু!
এস এম সরোয়ার, নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
পিরোজপুরের স্বরুপকাঠীতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বলদিয়া ইউনিয়নের উডিবুনিয়া গ্রামে মো. শাহীনের মুরগীর ফার্মে কর্মরত আয়নাল হকের দুই ছেলে মো. এমাম (২০) ও নাদিম (২৪)। গতকাল রাত দশটার সময় তারা জমির পাসে পাখি ধরতে বের হয়। এসময় কৃষক রিপনের ধানের জমিতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উক্ত স্থানে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা সকালে নেছারাবাদ থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরোয়ার বলেন, লাশ নিয়ে এসেছি, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।