উজিরপুর সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন রহিম সরদার সভাপতি, বাচ্চু সাধারন সম্পাদক
- আপডেট সময় : ০৮:৩৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে
উজিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাদারী সংগঠন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। ৪ আগষ্ট শুক্রবার সকাল ১০ টায় সাকুরা রেস্তরার ভিআইপি লাউন্সে উপজেলার সিনিয়র সাংবাদিক কল্যান কুমার চন্দ’র সভাপতিতে অনুষ্ঠিত সভায় বক্তাব্য বক্তাব্য রাখেন আঃ রহিম সরদার , মাহফুজুর রহমান ,শাকিল মাহমুদ বাচ্চু, নাজমুল হক মুন্না এ সময় উপস্তিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় আঃ রহিম সরদার ( দৈনিক আমাদের সময়) কে সভাপতি শাকিল মাহমুদ বাচ্চু (দৈনিক দেশ রুপান্তর) কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৬ সদেস্য উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়। সহ সভাপতি বাসুদেব পাড়য়া ( কলমের কন্ঠ) চঞ্চল সরদার (বরিশাল ক্রাইম) যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মাসুৃম ( দৈনিক মানবকন্ঠ) সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না (দৈনিক আমাদের নতুন সময়) কোষাদক্ষ পদে জাহিদ হাসান , প্রচার সম্পাদক বিপ্লব হাজারী (দৈনিক হিরœময়) ক্রীড়া সম্পাদক সুদেব মন্ডল ( দৈনিক বাংলাদেশ বুলেটিন) সাহিত্যও প্রকাশনা সম্পাদক কমল বাড়ৈ পুলক (এশিয়ান টিভি) দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম ( আজকের বরিশাল ) নিবার্হী সদেস্য কল্যান কুমার চন্দ, ( দৈনিক সংবাদ) সৈয়দ জাহিদ আলম ( দৈনিক মতবাদ) শাওন চক্রবর্ত্তি ,জাহিদুল ইসলাম মিঠু মোল্লা ও আলমগীর লস্কর নির্বাচিত হয়েছেন। সাংবাদিকতা পেশার সুনাম ও পেশার মর্যদা রক্ষায় যে কোন ত্যাগ স্বীকার করতে বন্ধপরিকর উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সকল সদেস্যরা ।