এমপি হয়ে সাহেব হতে চাই না, আপনাদের সেবক হতে চাই।

- আপডেট সময় : ০৯:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ আজ এক পথসভায় বক্তব্য রাখেন। দ্বাদশ সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, এবারের নির্বাচনে জিন-পরীতে ভোট দিতে পারবে না। আপনার ভোট আপনি দেবেন, যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন। বিকেল তিনটায় পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে পথসভায় তিনি এ কথা বলেন।
এ সময় নৌকা প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি এমপি সাহেব হতে চাই না। আমাকে যদি নির্বাচিত করেন তাহলে স্লিপ দিয়ে দেখা করা লাগবে না। সিদ্ধান্ত নিতে হবে জাতীয় পার্টিকে ভোট দেবেন না আওয়ামী লীগের লোককে ভোট দেবেন।
তিনি আরও বলেন, আমি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। আমি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি তাতে কি আমাকে বহিষ্কার করেছে? ১৪ দলীয় জোটকে নৌকা প্রতীক ধার দিতে হয়েছে। যাকে নৌকা দিয়েছে তিনি কি আওয়ামী লীগের লোক? আমাকে ঈগল প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করলে ৮ তারিখ আমার মার্কা হয়ে যাবে নৌকা।
হাজার হাজার জনতায় মুখরিত পথসভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার, সোহাগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন অসীম প্রমুখ।