কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদের জমকালো আয়োজনে জন্মাদিন পালন
পিরোজপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
পিরোজপুরের ঐতিহ্যবাহী কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ বশির আহম্মেদের ৩৫তম জন্মদিন জমকালো আয়োজনে পালিত হয়েছে। আজ শনিবার সকালে কাউখালী প্রেসক্লাবের আয়োজনে সৈয়দ বশির আহম্মেদের জন্মদিন উপলক্ষে প্রথমে ফুলের শুভেচ্ছা দেয়া হয় পরে সকলের উপস্থিতিতে কেক কাটা হয়।
কাউখলী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি ও কাউখালী প্রেসক্লাব সিনিয়র সদস্য মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক হাফেজ মাছুম বিল্লাহ, এজেডএম ছায়ফুল্লাহ মনির, মোঃ আনোয়ার প্রমুখ।