ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কাল‌কি‌নি উপ‌জেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ উ‌দ্যো‌গে বি‌শেষ ও ‌উন্নয়ন সভা অনু‌ষ্ঠিত

বি.এম. হা‌নিফ,কাল‌কি‌নি থে‌কে
  • আপডেট সময় : ০৭:২৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
সময়কাল এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাল‌কি‌নি উপ‌জেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ উ‌দ্যো‌গে বি‌শেষ ও ‌উন্নয়ন সভা অনু‌ষ্ঠিত

মাদারীপুর জেলার কাল‌কি‌নি উপ‌জেলার উপ‌জেলা ও পৌর আওয়ামী‌লী‌গের যৌথ আ‌য়োজ‌নে উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি ও ম‌হিলা সংর‌ক্ষিত আস‌নের এম‌পি অধ‌্যা‌পিকা তাহ‌মিনা সি‌দ্দিকীর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক তৌ‌ফিকুজ্জামান শা‌হিন এর সঞ্চালনায় দলীয় কার্যালয় আওয়ামীলী‌গ সরকা‌রের উন্নয়ন ও ‌বি‌শেষ ‌সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
আজ ২৪ সে‌প্টেন্বর র‌বিবার বিকাল ৪ টা থে‌কে ৮.৩০ মি‌নিট পর্যন্ত আওয়ামীলী‌গের এ যৌথ সভা হ‌য়ে‌ছে।
এ সময় প্রধান অ‌তি‌থি জেলা আওয়ামী‌গের সভাপ‌তি শাহাবুদ্দীন মোল্লা ব‌লেন`সাংগঠ‌নিক নিয়ম ভঙ্গ করে যারা কাল‌কি‌নি পৌরসভার ৯ টি ওয়ার্ড ক‌মি‌টি ক‌রেছে,সেই ক‌মি‌টি অ‌বৈধ।সভা‌প‌তি আ‌রো ব‌লেন`সরকা‌রের উন্নয়‌নের কথা, আমা‌দের নেতাকর্মী‌দের সক‌লের কা‌ছে তু‌লে ধর‌তে হ‌বে।
আওয়ামীলী‌গের সহ সভাপ‌তি আবুল কালাম আজাদ ব‌লেন`বর্তমান এম‌পির দ্বারা আমা‌দের নেতা,কর্মী‌দের ভা‌গ্যের কোন প‌রিবর্তন হয়‌নি।
জেলা আওয়ামীলী‌গের সহ- সভা‌প‌তি খায়রুল আলম খোকন বেপারী ব‌লেন`বর্তমান এম‌পি শুধু জ‌মি দখ‌লের উন্নয়ন ক‌রে যা‌চ্ছে।
উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা প‌রিষ‌দের সদস‌্য মীর মামুন অর র‌শিদ ব‌লেন`উপ‌জেলা ও পৌর আওয়ামীলীগকে উপেক্ষা ক‌রে ম‌নোনয়ন দেওয়ায় বিপ‌দে প‌ড়‌তে হয় স্থানীয় আওয়ামীলী‌গের নেতাকর্মী‌দের।
পৌর আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক এনা‌য়েত হো‌সেন ব‌লেন`‌জেলা আওয়ামীলীগের মাধ‌্যমে প্রধান মন্ত্রী ও আওয়ামীলী‌গের সভাপ‌তি দেশরত্ব শেখ হা‌সিনার সা‌থে দেখা ক‌রে জনশূন‌্য এম‌পির প‌রিবর্তন চাই‌বো আমরা। উপ‌জেলা আওয়ামীলীগ নেতা সো‌হেল রানা মিঠু ব‌লেন`টাকার বি‌নিময় এম‌পি` পৌরসভায় ম‌নোনয়ন দি‌য়ে‌ছেন।উপ‌জেলা আওয়ামীলীগ নেতা আজাদ রেহমান ব‌লেন`আমরা বিরোধী দ‌লের ভূ‌মিকায় আ‌ছি এবং বর্তমার এম‌পি জনশূন‌্য।
আওয়ামীলী‌গ নেতা মোহসেন উ‌দ্দিন শাহীন ব‌লেন`টাকার বি‌নিময় ম‌নোনয়ন দি‌য়ে‌ছে ইউ‌পি নির্বাচ‌নে।‌পৌর আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক কামা‌ল হো‌সেনের দা‌বি বর্তমান এম‌পির প‌রিবর্তন।
এসময় উপ‌স্থিত ছি‌লেন ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি লুৎফর রহমান সরদার,উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি ম‌শিউর রহমান সবুজ সাধারণ সম্পাদক ই‌লিয়াস হো‌সেনসহ উপ‌জেলা ও পৌর আওয়ামীলী‌গের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাল‌কি‌নি উপ‌জেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ উ‌দ্যো‌গে বি‌শেষ ও ‌উন্নয়ন সভা অনু‌ষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

কাল‌কি‌নি উপ‌জেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ উ‌দ্যো‌গে বি‌শেষ ও ‌উন্নয়ন সভা অনু‌ষ্ঠিত

মাদারীপুর জেলার কাল‌কি‌নি উপ‌জেলার উপ‌জেলা ও পৌর আওয়ামী‌লী‌গের যৌথ আ‌য়োজ‌নে উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি ও ম‌হিলা সংর‌ক্ষিত আস‌নের এম‌পি অধ‌্যা‌পিকা তাহ‌মিনা সি‌দ্দিকীর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক তৌ‌ফিকুজ্জামান শা‌হিন এর সঞ্চালনায় দলীয় কার্যালয় আওয়ামীলী‌গ সরকা‌রের উন্নয়ন ও ‌বি‌শেষ ‌সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
আজ ২৪ সে‌প্টেন্বর র‌বিবার বিকাল ৪ টা থে‌কে ৮.৩০ মি‌নিট পর্যন্ত আওয়ামীলী‌গের এ যৌথ সভা হ‌য়ে‌ছে।
এ সময় প্রধান অ‌তি‌থি জেলা আওয়ামী‌গের সভাপ‌তি শাহাবুদ্দীন মোল্লা ব‌লেন`সাংগঠ‌নিক নিয়ম ভঙ্গ করে যারা কাল‌কি‌নি পৌরসভার ৯ টি ওয়ার্ড ক‌মি‌টি ক‌রেছে,সেই ক‌মি‌টি অ‌বৈধ।সভা‌প‌তি আ‌রো ব‌লেন`সরকা‌রের উন্নয়‌নের কথা, আমা‌দের নেতাকর্মী‌দের সক‌লের কা‌ছে তু‌লে ধর‌তে হ‌বে।
আওয়ামীলী‌গের সহ সভাপ‌তি আবুল কালাম আজাদ ব‌লেন`বর্তমান এম‌পির দ্বারা আমা‌দের নেতা,কর্মী‌দের ভা‌গ্যের কোন প‌রিবর্তন হয়‌নি।
জেলা আওয়ামীলী‌গের সহ- সভা‌প‌তি খায়রুল আলম খোকন বেপারী ব‌লেন`বর্তমান এম‌পি শুধু জ‌মি দখ‌লের উন্নয়ন ক‌রে যা‌চ্ছে।
উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা প‌রিষ‌দের সদস‌্য মীর মামুন অর র‌শিদ ব‌লেন`উপ‌জেলা ও পৌর আওয়ামীলীগকে উপেক্ষা ক‌রে ম‌নোনয়ন দেওয়ায় বিপ‌দে প‌ড়‌তে হয় স্থানীয় আওয়ামীলী‌গের নেতাকর্মী‌দের।
পৌর আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক এনা‌য়েত হো‌সেন ব‌লেন`‌জেলা আওয়ামীলীগের মাধ‌্যমে প্রধান মন্ত্রী ও আওয়ামীলী‌গের সভাপ‌তি দেশরত্ব শেখ হা‌সিনার সা‌থে দেখা ক‌রে জনশূন‌্য এম‌পির প‌রিবর্তন চাই‌বো আমরা। উপ‌জেলা আওয়ামীলীগ নেতা সো‌হেল রানা মিঠু ব‌লেন`টাকার বি‌নিময় এম‌পি` পৌরসভায় ম‌নোনয়ন দি‌য়ে‌ছেন।উপ‌জেলা আওয়ামীলীগ নেতা আজাদ রেহমান ব‌লেন`আমরা বিরোধী দ‌লের ভূ‌মিকায় আ‌ছি এবং বর্তমার এম‌পি জনশূন‌্য।
আওয়ামীলী‌গ নেতা মোহসেন উ‌দ্দিন শাহীন ব‌লেন`টাকার বি‌নিময় ম‌নোনয়ন দি‌য়ে‌ছে ইউ‌পি নির্বাচ‌নে।‌পৌর আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক কামা‌ল হো‌সেনের দা‌বি বর্তমান এম‌পির প‌রিবর্তন।
এসময় উপ‌স্থিত ছি‌লেন ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি লুৎফর রহমান সরদার,উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি ম‌শিউর রহমান সবুজ সাধারণ সম্পাদক ই‌লিয়াস হো‌সেনসহ উপ‌জেলা ও পৌর আওয়ামীলী‌গের নেতাকর্মীবৃন্দ।