কুড়িগ্রামে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
- আপডেট সময় : ১০:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ৩১৪ বার পড়া হয়েছে
বিএনপি ,জামাত,ও শিবিরের নৈরাজ্য সৃষ্টি,অগ্নি সংযোগ ও ভাংচুরের প্রতিবাদে সোমবার ( ৩১ জুলাই) ১১ ঘটিকায় কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্দোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল টি কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে বেড় হয়ে শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম সরকারি কলেজে এসে সমাপ্ত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফি, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুজ্জামান কাজল সহ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও কুড়িগ্রাম সরকারি কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।