গজারিয়া অবরোধের প্রতিবাদে ভবেরচর ইউপি চেয়ারম্যান নেতৃত্বে শান্তি মিছিল.
- আপডেট সময় : ০৯:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপি জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাস জঙ্গীবাদ, ষড়যন্ত্র এবং অবৈধ অবরোধের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটনের নেতৃত্বে শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।
ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে অবস্থান নেন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী। পরে সেখান থেকে ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটনের নেতৃত্বে একটি শান্তি মিছিল বের করে সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন বলেন, আমাদের রাজনীতির অভিভাবক মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি মহোদয়ের নির্দেশে আমরা বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। বিএনপি-জামায়াত মহাসড়কে যতই জ্বালাও পোড়াও চেষ্টা করবে, আমরা তাদের কঠিন ভাবে প্রতিহত করবো। এই অবরোধ জনগণ প্রত্যাখান করেছে। দেশের উন্নয়ন ও মানুষ ভালো আছে, কিন্ত বিএনপি জামায়াত তা চায় না।
এ সময় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লোকমান হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জিএস শাহিন সহ আরো অনেকে।