বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০৫:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা ইমামপুর ইউনিয়ন এর হোগলাকান্দী গ্রামে অবস্থিত মাদার’স কেয়ার ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন চাদের আলো ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়। সকাল নয়টায় শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত এই কর্মসূচি চলে। এসময় নানা শ্রেনী পেশার প্রায় দুইশতাধিক ব্যাক্তির রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয়। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাদার’স কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জনাব মোঃ হালিম দেওয়ান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জনাব মোঃ আবু সালেহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক জনাব মোঃ ফয়সাল আহমেদ বাবু, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ইমামপুর ইউনিয়ন পরিষদ এর সদস্য সুমি আক্তার, টেংগারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম লিটন প্রমুখ।