গণজাগরণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম রকির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে
গণজাগরণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম রকির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
জাতীয় দৈনিক গণজাগরণ পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম রকির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে (১৯ আগস্ট) শনিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
গত ১৭ আগস্ট রোজ বৃহস্পতিবার পত্রিকা কার্যালয় থেকে বাসায় ফেরার পথে, আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে মুগদা থানাধীন মানিকনগর এলাকায় প্রবেশ করলেই, একদল সন্ত্রাসী বাহিনী দৈনিক গণজাগরণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম রকির উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে সন্ত্রাসী ঘাতক বাহিনীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মারাত্মক আহত অবস্থায় মুগদা হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় নুরুল ইসলাম রকি নিজে বাদি হয়ে মুগদা থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং-৪৩। নুরুল ইসলাম রকির উপর হামলাকারীদের বিচারের দাবিতে, শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,৭১ বাংলা টিভির চেয়ারম্যান এ.এইচ.এম তারেক চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক গণজাগরণ পত্রিকার প্রধান প্রতিবেদক এম এইচ মুন্না,দৈনিক গণজাগরনের বিশেষ প্রতিনিধি আবুল হোসেন শিকদার, দৈনিক গণজাগরণ’র সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী, সকালের সময়’র বিশেষ প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, সকালের সময়’র নিজস্ব প্রতিনিধি সরোয়ারুল ইসলাম,দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক প্রশান্ত কুমার দাস আরও বক্তব্য রাখেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান প্রতিবেদক মোরশেদ মারুফ সহ আরো অনেকেই।