ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গরুর দুধের টাকায় মেয়েদের পড়ার খরচ চালাত

শরীফ শাওন ডাসার, মাদারীপুর, থেকে।
  • আপডেট সময় : ০৭:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ২২২ বার পড়া হয়েছে
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৫১১১১১৬৯১
সময়কাল এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা ভবোতোষ বল্লভ গোয়াল ঘরে অগুন লেগে ৮ মাসের অন্তঃসত্তা গরুটি আগুনে পুরে মারা গেছে।

ঘটানা স্থালে গিয়ে জানাযায়, গত কাল আনুমানিক রাত ১২.০০ টার দিকে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের পশ্চিম শশিকর গ্রামের বাসিন্দা ভবোতোষ বল্লভের ধারনা রান্না করা চুলার আগুন লেগে গোয়ল ঘরে থাকা একটি ফ্রিজিয়ান জাতের গরুসহ রান্ন ঘর পুরে গেছে। আগুনের এতই তাপ ছিলে যে আসে পাশে লোক জন মিলেও আগুন নিয়ন্ত্রন করতে পারেননি। যতক্ষনে আগুন নিয়ন্ত্রনে এসেছে এতক্ষনে তার স্বপ্ন পুড়ে ছাই। ভবোতোষ তার গরুর দুধের টাকায় তার সংসার চালাতেন এবং তার মেয়েদের পড়া লেখার খরচ চালাতেন। এতে আনুমানিক প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার। এঅবস্থায় তিনি ও স্ত্রী সংসারের সংকটের কথা চিন্তা করে বার বার বিলাপ করছেন।
এসময় ভবোতোষ বল্লভ জানান, তিনি জানান আমি ও আমার স্ত্রী সহ দুই কন্যা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরি। আনুমানিক রাত ১২ টার দিকে গরুর দাপাদাপিতে আমাদের ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে সজাগ হয়ে দেখি আমাদের গোয়াল ঘরে আগুনে ধাউ ধাউ করে জলতেছে। জল দেবো তারও কোন সুযোগ পাইনি ! আগুনের এত তাপ ছিলো চোখের সামনে আমার শ্বপ্ন (গরুটি) মারা গেলো !
তার স্ত্রী রেখা বল্লভ জানান, আমার দুইটা মেয়ে এই গরুর বাচ্চা হলে গরুর দুধ বাজারে বিক্রি করে মেয়েদের প্রাইভেট পড়াতে পারতাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গরুর দুধের টাকায় মেয়েদের পড়ার খরচ চালাত

আপডেট সময় : ০৭:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪

মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা ভবোতোষ বল্লভ গোয়াল ঘরে অগুন লেগে ৮ মাসের অন্তঃসত্তা গরুটি আগুনে পুরে মারা গেছে।

ঘটানা স্থালে গিয়ে জানাযায়, গত কাল আনুমানিক রাত ১২.০০ টার দিকে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের পশ্চিম শশিকর গ্রামের বাসিন্দা ভবোতোষ বল্লভের ধারনা রান্না করা চুলার আগুন লেগে গোয়ল ঘরে থাকা একটি ফ্রিজিয়ান জাতের গরুসহ রান্ন ঘর পুরে গেছে। আগুনের এতই তাপ ছিলে যে আসে পাশে লোক জন মিলেও আগুন নিয়ন্ত্রন করতে পারেননি। যতক্ষনে আগুন নিয়ন্ত্রনে এসেছে এতক্ষনে তার স্বপ্ন পুড়ে ছাই। ভবোতোষ তার গরুর দুধের টাকায় তার সংসার চালাতেন এবং তার মেয়েদের পড়া লেখার খরচ চালাতেন। এতে আনুমানিক প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার। এঅবস্থায় তিনি ও স্ত্রী সংসারের সংকটের কথা চিন্তা করে বার বার বিলাপ করছেন।
এসময় ভবোতোষ বল্লভ জানান, তিনি জানান আমি ও আমার স্ত্রী সহ দুই কন্যা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরি। আনুমানিক রাত ১২ টার দিকে গরুর দাপাদাপিতে আমাদের ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে সজাগ হয়ে দেখি আমাদের গোয়াল ঘরে আগুনে ধাউ ধাউ করে জলতেছে। জল দেবো তারও কোন সুযোগ পাইনি ! আগুনের এত তাপ ছিলো চোখের সামনে আমার শ্বপ্ন (গরুটি) মারা গেলো !
তার স্ত্রী রেখা বল্লভ জানান, আমার দুইটা মেয়ে এই গরুর বাচ্চা হলে গরুর দুধ বাজারে বিক্রি করে মেয়েদের প্রাইভেট পড়াতে পারতাম।