গলাচিপায় অসচ্ছল, পঙ্গু, প্রতিবন্ধী, বৃদ্ধ অসহায় মানুষের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০৯:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ২৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপা-দশমিনার বিভিন্ন এলাকার বৃদ্ধ, অসচ্ছল, পঙ্গু, প্রতিবন্ধী, দুস্থ্য নারী-পুরুষ-শিশুদের মাঝে ব্যক্তিগত অর্থায়নে উন্নত মানের কমড, লাঠি, হুইল চেয়ার, এলবো স্টিক, ক্রেচ সহ বিভিন্ন মসজিদে আর্থিক অনুদান বিতরণ করেন, গতকাল সোমবার গলাচিপা কলেজ রোডে বর্ষণ হোয়াইট হাউজে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য কামরান শাহিদ প্রিন্স মহাব্বত। অনুষ্ঠানে অতিথি হিসেবে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, সিনিয়র সাংবাদিক মোঃ সোহরাব হোসেন, সাবেক সেক্রেটারী ও সাংবাদিক মুফতি সালাউদ্দিন, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি শংকর লাল কর্মকার, প্রেসক্লাব সভাপতি মুঃ খালিদ হোসেন মিলটন, সাবেক ছাত্রলীগ সভাপতি গলাচিপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ আহমেদ আসিফ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, যুবলীগ নেতা আরিফ খলিফা প্রমুখ। এছাড়া স্থানীয় সূধি সহ গণমাধ্যম কর্মীরা বিতরণ অনুষ্ঠানে অংশ নেয়। উল্লেখ্য দানবীর কামরান শহিদ প্রিন্স মহব্বত দীর্ঘ বছর যাবৎ গলাচিপা-দশমিনার গ্রাম গঞ্জে অসহায়, গরীব, দুস্থ্য পরিবারদের বিভিন্ন উৎসবে, দুর্যোগে ত্রাণ সহ শাড়ি, লুঙ্গী, নগদ অর্থ বিতরণ করে এলাকায় দানবীর মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন।