গলাচিপায় দয়াময়ী মন্দির রক্ষায় এলাকার জনগনের মানববন্ধন
মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
পটুয়াখালী গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের দয়াময়ী মন্দির রক্ষায় এলাকার জনগনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুর ১২ টায় ৩ শত বছরের ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। এসময় উপস্থিত থাকেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জনকণ্ঠে স্টাফ রিপোর্টার সাংবাদিক শংকর লাল দাস,উপজেলা কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি দিলীপ বনিক, পৌর কাউন্সিলর সমীর কৃষ্ণ পাল, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। তবে স্থানীয়দের দাবী মন্দিরটি নদীগর্ভে বিলিনের পথে তাই সংস্কার করা না হলে বিলিন হয়ে যাবে। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক শংকর লাল দাস।