গলাচিপায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
- আপডেট সময় : ১০:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে, মতবিনিময় সভায় জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বক্তব্য এ কথা বলেন। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু,সহ- সভাপতি হাজী মোঃ মুজিবুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃমার্শেদ তোহা,গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃজহিরুন্নবী,কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মেসবাহউদ্দিন,গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির,গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ নিজাম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দীন তালুকদার, বনিক সমিতির সভাপতি হাজী মোঃ শাহজাহান,সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু,আমখলা ইউপি চেয়ারম্যান মোঃকামরুজ্জান মনির,ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়,পানপট্টি ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ রানা,চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন রিয়াদ,কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান মাইনুল সিকদার,বকুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম হাং,চরকাজল ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্লা, চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন বাবুল ও প্রেসক্লাব সভাপতি মুঃখালিদ হোসেন মিল্টন প্রমুখ ।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মত বিনিময়ের পূর্বে জেলা প্রশাসক গলাচিপা থানা পরিদর্শন করেন। মতবিনিময় শেষে বাংলাদেশ-তুরস্ক স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও উপজেলা কমপ্লেক্সের দিঘির পাড়ে দুটো গাছের চারা রোপন করেন। নবাগত জেলা প্রশাসকের আগমনে প্রেসক্লাব সভাপতি মু খালিদ হোসেন মিল্টন ও বিভিন্ন মহল ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরন করেন।