গলাচিপায় নির্বাচনী আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে
পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে গলাচিপা উপজেলা প্রশাসন এর আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী সমর্থন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজ ও গণমাধ্যমদের উপস্থিতিতে উপজেলা পরিষদ হল রুমে শুক্রবার বেলা তিনটায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম পিপিএম), স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আচারন বিধি বিষয়ে বক্তব্য রাখেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীন শাহ। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। অন্যদের মাঝে বক্তব্য রাখেন নৌকা প্রতীক প্রার্থী এস এম শাহজাদা, ঈগল প্রতীক স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন (অব:) জেনারেল বাংলাদেশ বর্ডার গার্ড, আম মার্কার প্রার্থী মোহাম্মদ সাইফুল রহমান ছাইদি, জাতীয় পার্টির প্রার্থী মোঃ নজরুল ইসলাম। আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে,বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হাসান মিলটন প্রমুখ। উল্লেখ্য নির্বাচন কমিশনের ২৮ টি বিধিমালা বিষয়ে প্রার্থী সহ সকল দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নীতিমালা বিষয়টি গুরুত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানায় জেলা প্রশাসক পটুয়াখালী।