গলাচিপায় বিশ্ব জলাতঙ্ক দিবসে আলোচনা সভা।
- আপডেট সময় : ১১:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে
গলাচিপায় বিশ্ব জলাতঙ্ক দিবসে আলোচনা সভা।
“জলাতঙ্কের অবসান,সকলে মিলে সমাধান” এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে বিভিন্ন দপ্তর, শ্রেণী পেশার সদস্য ও সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে মঙ্গলবার সকাল ১০ টায় বে-ওয়ারিস কুকুর,বিড়াল, বেজি,বানর,শিয়াল প্রানীদের কামড় আঁচড় সহ মানুষের জলাতঙ্ক সহ ক্ষতিকারক দিক ও প্রতিকার বিষয়ে করনীয় ব্যবস্থা, জন মানুষকে সচেতন করার লক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা.মোঃসাইফুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রানী সম্পদ ও ভ্যাটেনারী কর্মকর্তা ডা.স্বজল দাস। সঞ্চালনায় ছিলেন মেডিকেল অফিসার মোঃ নূর উদ্দিন।সভায় এছাড়া বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকলেছুর রহমান ও প্রেসক্লাব সভাপতি মুঃ খালিদ হোসেন মিল্টন প্রমুখ।