গলাচিপায় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ২৩৩ বার পড়া হয়েছে
গলাচিপায় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটুয়াখালীর গলাচিপায় জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা শ্রমিক লীগ কর্তৃক জমকালো আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠ বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ১১৩ পটুয়াখালী-(৩) আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা আসলে তাকে সমর্থন জানিয়ে হাজার হাজার সাধারণ জনতা নৌকা মার্কার মিছিল নিয়ে অনুষ্ঠান স্থানে যোগ দেয়। ১২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায়, উপজেলার বারোটি ইউনিয়নের ও একটি পৌরসভার সকল জনপ্রতিনিধি, সভাপতি, সম্পাদক ও শ্রমিকলীগের কর্মী সমর্থকেরা জাতীয় পতাকা সামনে নিয়ে বঙ্গবন্ধুর নৌকা ও শেখ হাসিনার জয়ধ্বনিতে মুখরিত করে তোলে এবং এস এম শাহজাদা কে সমর্থন জানায়। এসময় গলাচিপা ফেরিঘাট থেকে সমস্ত পৌর সড়ক গুলোতে মানুষের ঢল নামে। মিছিল শেষে পৌর মঞ্চে শ্রমিকলীগের সমাবেশে প্রধান অতিথি হিসেবে এস এম শাহজাদা (এমপি) বক্তব্য রাখেন এবং শেখ হাসিনার সরকার দ্বারা দেশের উন্নয়নের ধারাবাহিক চিত্র তুলে ধরে সকলকে শেখ হাসিনার সালাম জানায়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিকলীগের সভাপতি মোঃ ইব্রাহিম দফাদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন। বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত থাকেন সিনিয়র সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, আজিজুর রহমান বাবুল ভুইয়া, যুগ্ম সাধারন সম্পাদক মু.সরদার শাহ আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ স ম জাওয়াদ সুজন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল, দশমিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, মোফাজ্জল হোসেন মাসুদ, মেহেদী মাসুদ জুয়েল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান রুবেল। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান গন ও ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।