গলাচিপায় সুষ্ঠ শান্তিপূর্ণ পরিবেশে আলিম পরিক্ষা অনুষ্ঠিত
মিঠুন পাল,(পটুয়াখালী)প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ১৩২ বার পড়া হয়েছে
সারাদেশের ন্যায় ২৭ আগস্ট /২৩ উচ্চ মাধ্যমিক মাদ্রাসা পর্যায়ে গলাচিপা কেন্দ্রে আলিম পরিক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর পরিক্ষা নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনায় শান্তি শৃঙ্খলার জন্য পরিক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ও কেন্দ্রের নিরাপত্তা জোরদার করেছে।চলতি বছর গলাচিপা উপজেলার ৭টি মাদ্রাসা থেকে ২শত ৪৫ জন শিক্ষার্থী পরিক্ষা দেয়ার কথা থাকলেও উপস্থিত থাকেন ২শত ৩৬ জন এবং ৯ জন অনুপস্থিত থাকলে। পরিক্ষা নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়োজিত সরকারী অফিসার, কেন্দ্র সচিব ও শ্রেনী কক্ষের দায়িত্ব প্রাপ্তরা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরিক্ষ নেয়। পুলিশ পরিক্ষা কেন্দ্রের আশে পাশে অবস্থান করেন এবং উপজেলা প্রশাসন শহরের ফটোকপির দোকান গুলো পরিক্ষা চলাকালীন সময়ে বন্ধ রাখেন।