গলাচিপা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- আপডেট সময় : ১০:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে
১৪ ই ডিসেম্বর /২৩ শহীদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় উপজেলা পরিষদ হলরুমে বেলা ১১টায় বিভিন্ন শ্রেণী পেশা জীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মুক্তিযোদ্ধাসহ গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে দেশের প্রথিত যশা বুদ্ধি জীবিদের হত্যা দিবসের তাৎপর্যপূর্ণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীন শাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারি কমিশনার ভূমি মোঃ নাছিম রেজা, অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান, কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহুরুননবী, শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, নির্বাচন অফিসার মোঃ জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস প্রমূখ। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার ও মোঃ শামসুউদ্দিন সানু ঢালী উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু খালিদ হোসেন মিলটন, গলাচিপা সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন। সভায় প্রধান অতিথি এবং সভাপতি বলেন দেশের শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন সহ ঐ স্বাধীনতা বিরোধী দোসরদের নাম প্রকাশসহ শাস্তি ও বিচারের দাবি জানায়।এই স্বাধীন বাংলাদেশে নতুন প্রজন্মের কাছে শহীদ বুদ্ধিজীবীদের জীবনা দর্শন বিষয়ে শিক্ষার্থীদের মাঝে তথ্য চেতনা সমৃদ্ধ করার ক্ষেত্রে রাষ্ট্রের কাছে ও দেশপ্রেমিক বুদ্ধিজীবী ও ইতিহাস বীদদের কাছে অনুরোধ জানায় ।