গাইবান্ধার পলাশবাড়ীতে পৌর বানিজ্য মেলার মাঠ প্রস্তুত কাজের উদ্বোধন করেন মেয়র বিপ্লব

- আপডেট সময় : ১০:৩১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার আয়োজনে মাসব্যাপী পৌর বানিজ্য মেলা মাঠ প্রস্তুত কাজের উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
২৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় মাসব্যাপী পৌর শহরের নুনিয়াগাড়ী মৌজার পানি উন্নয়ন বোর্ড মাঠে পৌর বানিজ্য মেলার মাঠ প্রস্তুত কাজের উদ্বোধনের এসময় প্যানেল মেয়র আব্দুস সোবাহান, কাউন্সিলর মাসুদ করিম প্রধান, আলহাজ্ব মন্জু তালুকদার,মাহমুদুল হাসান, মতিয়ার রহমান, পলাশবাড়ীর কৃতি সন্তান ডাঃ মনতাসির মামুন শুভ, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া পরিচালনা করেন কাউন্সিলর মাসুদ করিম প্রধান।
উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের মাঠে পহেলা বৈশাখ হতে ম্যাস ব্যাপী মেলায় থাকবে নানা পন্যের সমাহার নিয়ে স্টল,প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।