চরফ্যাশনে ইসলামি আন্দোলন বাংলাদেশ শশীভুশন থানা শাখা তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।।
- আপডেট সময় : ১০:৩৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
চরফ্যাশনে ইসলামি আন্দোলন বাংলাদেশ শশীভুশন থানা শাখা তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুশন থানা শাখার উদ্বেগে ৮ ই সেপ্টেম্বর ২০২৩ ইং শুক্রবার বিকাল তিনটায় শশীভুশন মুজাহিদ কমপ্লেক্স সংলগ্ন মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ শশীভুশন থানা শাখার উদ্বেগে তৃনমুল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ আমিনুল ইসলাম কেন্দীয় যুগ্ম-মহসচিব,ইসলামি আন্দোলন বাংলাদেশ ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামি আন্দোলন বাংলাদেশ বরিশাল শাখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আলাউদ্দিন তালুকদার সভাপতি, ইসলামি আন্দোলন ভোলা দক্ষিণ জেলা, মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ সাধারণ, সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জেলা,হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ, আলহাজ্ব মাওলানা নুরে আলম নুরানী সভাপতি ওলামা মাশায়েখ আইয়াম্মা পরিষদ শশীভুশন।আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা মহিউদ্দিন সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ, মোঃআজাদ সরদার সভাপতি, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ শশীভুশন থানা শাখা, মোঃসোহরাব হোসেন সোহাগ সভাপতি, ইসলামী যুব আন্দোলন শশীভুশন থানা শাখা, মাষ্টার মোঃজহির উদ্দিন জাতীয় শিক্ষক ফোরাম শশীভুশন থানা শাখা, মোঃজাহিদুল ইসলাম সভাপতি, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ শশীভুশন থানা শাখা, মাষ্টার মোঃমিজানুর রহমান সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ রসুলপুর ইউনিয়ন শাখা,মাওলানা মোঃআব্বাস উদ্দিন সভাপতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ জাহানপুর ইউনিয়ন শাখা, মোঃবেলায়েত হোসেন মহাজন সভাপতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ এয়াজপুর ইউনিয়ন শাখা, মোঃমোরশেদ আলম সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ হাজারীগন্জ ইউনিয়ন শাখা, মোঃসোলায়মান বাবুল সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ চর কলমী ইউনিয়ন শাখা।এসময় সম্মেলনটি সভাপতিত্ব হজরত মাওলানা মোঃসালাউদ্দিন সভাপতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ শশীভুশন থানা শাখা। পরচালনা করেন হাফেজ মুহাম্মদ মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ শশীভুশন থানা শাখা,উপস্থাপনায়,হযরত মাওলানা মোঃমিজানুর রহমান ছাত্র যুব বিষয়ক সম্পাদক,ইসলামি আন্দোলন শশীভুশন থানা শাখা । এসময় বক্তারা বলেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিদর্শনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা আগামী দিনগুলো মাঠে থাকবো ইনশাআল্লাহ। সম্মেলনটি কোরআন তেলওয়াত দিয়ে শুরু করা হয় ও বিভিন্ন দিক নিদর্শনা দিয়ে মোনাজাতের মাধ্যমে সম্মেলন টি শেষ করা হয়েছে।