জমি নিয়ে বিরোধের জেরে মারধর, থানায় এজাহার

- আপডেট সময় : ০৪:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পটুয়াখালীর গলাচিপায় হাফেজ চৌকিদার (৪০) এর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় হাফেজ এর স্ত্রী৷ রুবিনা (৩২) ঠেকাতে এলে তাকে শ্লীলতাহানি ও বেধড়ক মারধর করে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সেনেরহাওলা গ্রামে। এ ঘটনায় চার জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞত নামা আসামী করে গলাচিপা থানায় এজাহার করেছেন ভূক্তভোগী হাফেজ এর স্ত্রী রুমিনা বেগম। বর্তমানে হাফেজ গুরুতর আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আসামীরা হলেন, নাসির চৌকিদার (৩৮), আবু তাহের (৩০), সালাম চৌকিদার (৬৫), শিরিনা বেগম (৩২)। তাদের সকলের বাড়ি পানপট্টি ইউনিয়নের সেনেরহাওলা গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলছিলো, এ বিরোধের জের ধরে আসামিরা ক্ষতিসাধনের বিভিন্ন চেষ্টা করেছিলো। এক পর্যায় গত বুধবার (১৭ জানুয়ারি) তারিখ সকাল সাড়ে ১১ টার দিকে বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা, লোহার রড, দা, দেশীয় অস্ত্র নিয়ে হাফেজ এর বাড়ির পাশের ভোগদখলীয় পৈত্তিক জমিতে একা পেয়ে অতর্কিত হামলা করে। মারধরের এক পর্যায় হাফেজ এর স্ত্রী এগিয়ে আসলে তাকে মারধর করে। হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা ও মারধরে হাফেজ এর চোখের ভ্ররুর উপরিভাগে মারাত্মক কাটা রক্তাক্ত জখম হয়। পরে তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীগন তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আহত হাফেজ বলেন, বহুবার শালিসি হয়েছে তারা কোন আইন কানুন ও বিচার মানে না। আমার পৈত্তিক সম্পত্তি তারা জোরজবরদস্তি করে দখল করতে চায়। এ কারণে হত্যার উদ্দেশ্য এমন অতর্কিত হামলা করেছে। হাফেজ ও তার স্বজনরা ন্যায় বিচারের দাবি জানিয়েছে প্রশাসনের নিকট।
অভিযুক্তদের সঙ্গে বিভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। জানা যায় তারা এজাহার হওয়ায় গাঁ ঢাকা দিয়েছেন।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম খান বুধবার রাতে বলেন, এজাহার দায়ের হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।