ঝালকাঠিতে ১দিনব্যাপী কৃষি কর্মসূচি পালিত হয়
- আপডেট সময় : ১০:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে
কৃষি এ দেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। বর্তমানে দেশে জিডিপির প্রায় এক-পঞ্চমাংশ অর্জিত হয় কৃষি খাত থেকে। অধিকন্তু কৃষি এ দেশের জনমানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রদানের প্রধানতম এবং অন্যতম উৎস।
(৩১জুলাই)ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নে ১দিনব্যাপী কার্যক্রম পরিদর্শন ও দিক নির্দেশনা প্রদান করেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম,
এসময়
আখের প্রদর্শনী পরিদর্শন ও পরামর্শ প্রদান সহ গুনগত বীজ উৎপাদনের লক্ষ্যে কৃষক মাঠ স্কুলের কার্যক্রম মনিটরিং ও নির্দেশনা প্রদান,আউশ ধানের মাঠ দিবস, নমুনা কর্তন ও মাঠ পরিদর্শন,মাল্টা বাগান পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান,জৈব কৃষির শসা প্রদর্শনী পরিদর্শন,পারিবারিক পুষ্টি বাগান পর্যবেক্ষণ,ভার্মি কম্পোস্ট প্রদর্শনী পরিদর্শন ও পরামর্শ প্রদান,
ভার্মি কম্পোস্ট উদ্যোক্তার ফার্ম পরিদর্শন করে দিনব্যাপী
এই কর্মসূচি পালন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঝালকাঠি অতিরিক্ত উপ পরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি। ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহমেদ সহ আরো অনেকে।