ঠাকুরগাঁওয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ।
- আপডেট সময় : ০৯:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও জেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও গাছের চারা ও তালবীজ বিতরণ করা হয়। ১ নভেম্বর বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ -পরিচালক মনসুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
এ সময় ঠাকুরগাঁও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র এবং বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে চেক বিতরণ করেন, অতিথিবৃন্দ। এছাড়াও বিভিন্ন গাছের চারা ও তাল বীজ বিতরণ করা হয় অনুষ্ঠানে।