ঠাকুরগাঁওয়ে হরিপুরে তরুন ও নারী সমাবেশ ।
- আপডেট সময় : ০৯:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে হরিপুরে তরুন ও নারী সমাবেশ ।
জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে “উদীয়মান বাংলাদেশ তারুন্যের বাংলাদেশ ” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় তরুন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় আওয়ামীলীগ এর আয়োজনে ১৪ অক্টোবর শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরানী উচ্চ বিদ্যালয় মাঠে ঠাকুরগাও-২ আসনের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে হাজার হাজার তরুন ও নারী একত্রিত হয়েছিলেন। হরিপুর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক অ্যাড. সোহরাব হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ডাকসু নেতা অ্যাড. মোস্তাক আলম টুলু। এ সময় আরো বক্তব্য দেন ১ নং- গেদুরা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি তসিকুল ইসলাম, হরিপুর উপজেলা আওয়ামীলীগ এর সদস্য সাহাদাৎ হোসেন, হরিপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদেকুল ইসলাম, সাধারন সম্পাদক শামীম রেজা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হরিপুর উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. মোজাফ্ফর আহাম্মেদ মানিক। সমাবেশে অ্যাড. মোস্তাক আলম টুলু বলেন, “দেশে উন্নয়নের ধারা অব্যহতভাবে বজায় রাখতে হলে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। দেশ আজ অনেক এগিয়েছে। সামনে আরো এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবো আমরা।” তাই বর্তমান সরকারকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে সমাবেশে নারী ও তরুনদের কাছে আহবান জানান অ্যাড. মোস্তাক আলম টুলু।